× Warning! Check your Cooke | Total Visitor : 86825

রাজনীতি

Published :
05-11-2023
10:01:04pm

Total Reader: 109



বাঘায় শান্তির শোভাযাত্রায় মানুষের ঢল


রাজশাহী অফিস : হরতার ও অবরোধের নামে নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে এক হাজার মোটরসাইকেল নিয়ে শান্তির শোভাযাত্রা করেছেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. লায়েব উদ্দীন। রবিবার (১১ নভেম্বর) দুপুরে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি বাঘা হয়ে চারঘাট উপজেলা ও আড়ানীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও বাঘায় গিয়ে শেষ হয়। এর আগে বাঘা মাজারের প্রধান সড়কের কাছে সংক্ষিপ্ত আকারে পথসভার আয়োজন করা হয়। সভায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সাধারণ জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দীন বলেন, বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধের নামে সাধারণ জনগণের ক্ষতি করছে। সাধারণ মানুষের ক্ষতি করে কখনও রাজনীতি হয় না। এর প্রতিবাদে এই শান্তির সমাবেশের আয়োজন কয়েছে। যেখানে আওয়ামী লীগের পাশাপাশি সাধারণ অনেক মানুষও অংশ নিয়েছে। সবাই এখন বুঝতে শিখেছে টেকসই উন্নয়ন আমাদের জীবনমান কীভাবে বদলে দিতে পারে। হরতার-অবরোধেরর নামে সন্ত্রাসী কায়দায় মানুষ পুড়িয়ে মারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। দেশের স্বাথে আমরা আওয়ামী লীগ রাজপথে থাকবো জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে। জনগণকে আমরা বলবো আপনারা আমাদের সাথে থাকুন, দেশের ও নিজেদের উন্নয়নের স্বার্থে।

এসময় উপস্থিত ছিলেন বাঘা-চারঘাট আসনের সাবেক এমপি রায়হানুল হক, বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলী, পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মেরাজুল ইসলাম সহ বাঘা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।#

এসংক্রান্ত আরো সংবাদ : রাজনীতি-রাজশাহী




একজন সচেতন নাগরিক হিসেবে আপনার চার পাশে ঘটে যাওয়া সংবাদ উপযোগী যে কোন ঘটনার ছবি বা ভুক্তভোগী ও সম্পৃক্তদের মোবাইল নম্বর আমাদের পাঠাতে পারেন।

সম্পাদক : রাজু আহমেদ

বার্তাকক্ষ
এসোসিয়েশন ভবন
৬১০০, রাজশাহী, বাংলাদেশ।
newsdailyrajshahi@gmail.com
call@ 01750142903