× Warning! Check your Cooke | Total Visitor : 86811

আন্তর্জাতিক

Published :
30-10-2022
07:42:49pm

Total Reader: 387



কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তি থেকে সরল রাশিয়া


ডেস্ক রিপোর্ট : ক্রাইমিয়ার সেভাস্তোপোলের কাছে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের ওপর ইউক্রেইনের ব্যাপক ড্রোন হামলাকে কারণ দেখিয়ে কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানিতে জাতিসংঘের মধ্যস্থতায় কিইভের সঙ্গে তিন মাস আগে হওয়া চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে মস্কো।

তাদের এ সিদ্ধান্তকে বৈশ্বিক খাদ্য সংকট নিরসনের চেষ্টায় বড় ধরনের ধাক্কা হিসেবে দেখছে বার্তা সংস্থা রয়টার্স।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, শনিবার ১৬টি ড্রোন দিয়ে ইউক্রেইন তাদের নৌবহরের ওপর হামলা চালিয়েছিল। এ ‘সন্ত্রাসী’ হামলাটি সমন্বয় করতে সহযোগিতা করেছে ব্রিটিশ নৌবাহিনীর ‘বিশেষজ্ঞরা’।

এসংক্রান্ত আরো সংবাদ : ইউক্রেন-রাশিয়া




একজন সচেতন নাগরিক হিসেবে আপনার চার পাশে ঘটে যাওয়া সংবাদ উপযোগী যে কোন ঘটনার ছবি বা ভুক্তভোগী ও সম্পৃক্তদের মোবাইল নম্বর আমাদের পাঠাতে পারেন।

সম্পাদক : রাজু আহমেদ

বার্তাকক্ষ
এসোসিয়েশন ভবন
৬১০০, রাজশাহী, বাংলাদেশ।
newsdailyrajshahi@gmail.com
call@ 01750142903