× Warning! Check your Cooke | Total Visitor : 86828

প্রযুক্তি

Published :
28-09-2020
08:02:02am

Total Reader: 391



উইকিপিডিয়া আসছে নতুন সংস্করণে


ইনসিডেন্ট ডেস্ক : প্রায় ১০ বছর পর নতুন সংস্করণে নিয়ে আসছে উইকিপিডিয়া। উইকিমিডিয়া ফাউন্ডেশনের পরিচালক ওলগা ভাসেলিভা এক ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছেন।

সিএনএন জানিয়েছে, উইকিপিডিয়া এখনই তাদের ডেস্কটপ সংস্করণে কোন পরিবর্তন নিয়ে আসছে না। তবে ২০২১ সালের আগে পুরো নকশায় পরিবর্তন আসতে পারে।

নতুন সংস্করণে উইকিপিডিয়ার লোগো ছোট করার সাথে, সার্চ টুল ও সাইডবারেও আসছে পরিবর্তন। নতুন করে যুক্ত হতে পারে অ্যানিমেশন এবং ভাষা পরিবর্তনের জন্য নতুন বাটন।

উইকিমিডিয়া ফাউন্ডেশন এর ভাষ্যমতে, কন্টেন্ট দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সে অনুযায়ী ইন্টারফেসের গতি বজায় রাখা সম্ভব হয়নি। সাইটটি আরো আকর্ষণীয় করে তুলতেই নতুন সংস্করণ করা হচ্ছে। তবে মোবাইলে এই সংস্করণ থাকছে কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি।

উল্লেখ্য, উইকিপিডিয়া একটি সম্মিলিতভাবে সম্পাদিত, বহুভাষিক, মুক্ত প্রবেশাধিকার, মুক্ত কন্টেন্ট সংযুক্ত একটি ইন্টারনেট বিশ্বকোষ। স্বেচ্ছাসেবীরা বিশ্বব্যাপী সম্মিলিতভাবে ৩০১টি ভাষার উইকিপিডিয়ায় প্রায় ৪০ মিলিয়ন নিবন্ধ রচনা করেছেন। যার মধ্যে শুধু ইংরেজি উইকিপিডিয়ায় রয়েছে ৫৮ লাখের অধিক নিবন্ধ। যে কেউ ওয়েবসাইটে প্রবেশের মাধ্যমে যে কোনো নিবন্ধের সম্পাদনা করতে পারেন। যা সম্মিলিতভাবে ইন্টারনেটের সর্ববৃহৎ এবং সর্বাধিক জনপ্রিয় সাধারণ তথ্যসূত্রের ঘাটতি পূরণ করে থাকে।

এসংক্রান্ত আরো সংবাদ :




একজন সচেতন নাগরিক হিসেবে আপনার চার পাশে ঘটে যাওয়া সংবাদ উপযোগী যে কোন ঘটনার ছবি বা ভুক্তভোগী ও সম্পৃক্তদের মোবাইল নম্বর আমাদের পাঠাতে পারেন।

সম্পাদক : রাজু আহমেদ

বার্তাকক্ষ
এসোসিয়েশন ভবন
৬১০০, রাজশাহী, বাংলাদেশ।
newsdailyrajshahi@gmail.com
call@ 01750142903