Banner-adv-3-november.jpg The Incident
× Warning! Check your Cooke | Total Visitor : 142604

রাজনীতি

Published :
31-08-2024
04:17:22pm

Total Reader: 576



প্রতিশোধ না নিয়ে নতুন দেশ গড়ার প্রত্যয় জামায়াতে ইসলামীর


 
# গত ১৫ বছরে রাজশাহীতে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মী হত্যার শিকার
# মামলা ও নির্যাতন রাজনৈতিক নেতাদের আদেশে পুলিশ দিয়ে সংঘটিত হয়েছে
# ভুক্তভোগী পরিবারকে বাদি করে পুলিশ সহ সংশ্লিদের বিরুদ্ধে মামলা প্রকিয়াধীন রয়েছে
# নির্যাতনের শিকার হয়েও শুধু দেশের স্বার্থে পুলিশকে সহযোগীতা করছে জামায়াত


রাজশাহী অফিস : প্রতিশোধ না নিয়ে নতুন ভাবে দেশ গড়ার প্রত্যয় ব্যবক্ত করেছেন রাজশাহীর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এসময় তারা দাবি করেন, জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির বিগত ১৫ বছরে অন্য সকল দলের চাইতে বেশি নির্যাতিত হয়েছে। প্রতিশোধ যদি নিতে হয় জামাতেরই প্রতিশোধ নেওয়া উচিত। অধিকাংশ মামলা ও নির্যাতন রাজনৈতিক নেতৃবেৃন্দের আদেশে পুলিশ দিয়ে সংঘটিত হয়েছে। আইনগত ব্যবস্থা নিতে পুলিশের ওইসব সদস্যদের চিহ্নিত করা হচ্ছে। সেই সাথে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এসব মামলা খারিজেরও প্রক্রিয়া চলছে।

শনিবার বেলা ১১ টায় রাজশাহীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেছেন রাজশাহীর জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ। এসময় গত ১৫ বছরে জামায়াতের ওপর সংগটিত নির্যাতনের চিত্র তুলে ধরেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামির সাধারণ সম্পাদক ইমাজ উদ্দিন মণ্ডল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামির আমীর ড. মওলানা কেরামত আলী ,অ্যাডভোকেট আবু ইউসুফ সেলিম, প্রচার সম্পাদক সারোয়ার জাহান প্রিন্সি সহ মহানগর জামায়াতে ইসলামী ও শিবিরের নেতৃবৃন্দ।

জামায়ত নেতা ইমাজ উদ্দিন মণ্ডল বলেন, এখন লুটপাটের সময় নয়, এখন নতুন করে সহিংসতার সময় নয়। নতুন করে দেশটাকে সাজাবার সময়। পুলিশ আমাদের ওপর অনেক নির্যাতন করেছে, জুলুম করেছে। শুধু দেশের স্বার্থে পুলিশের থানা, সদরদপ্তর গুছিয়ে দিচ্ছি। পুলিশ লাইন পাহাড়ার ব্যবস্থা করেছি। আমরা ১৫ টি বছর বাড়িতে ঘুমাতে পারিনি। আমাদের নেতাকর্মীদের নামে শতশত মামলা। গ্রেপ্তার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। জামিন দেয়া হয়নি। কাঁদকে পর্যন্ত পারিনি। কষ্টে বুকটা নীল হয়ে গেছে। আমাদের কোন ভাই মারা গেলে জানাযার নামাজ পর্যন্ত পড়তে দেয়া হয়নি। কথা পর্যন্ত বলতে দেয়া হয়নি। কথা বললে আইসিটি আইনে মামলা দেয়া হয়েছে। অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে।

আওয়ামী সরকারের আমলে রাজশাহীতে জামায়াতের ১২ জন নেতাকর্মী নিহত হয়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন, জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির বিগত পনের বছরে অন্য সকল দলের চেয়ে বেশি নির্যাতিত হয়েছে। প্রতিশোধ যদি নিতে হয় জামাতেরই প্রতিশোধ নেওয়া উচিত। সেটা না করে দেশ গড়ার কাজ করা হচ্ছে। জামায়াতে ইসলামী প্রতিশোধ নিতে চায় না। আমাদের পরিকল্পনা কীভাবে দেশটা নতুন করে সাজানো যায়। তবে পুলিশের প্রসঙ্গে মহানগর জামায়াতে ইসলামির আমীর ড. মওলানা কেরামত আলী বলেন, সিসি ক্যামেরা ফুপেজ দেখে পুলশদের চিহ্নিত করা হবে। তাছাড়া ভুক্তভোগী পরিবারের সদস্যদের বাদি করে মামলা শুরু করা হয়েছে। অন্যায়কারীদের আইনের আওতায় নিয়ে আনা হবে। তবে কোন নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না।

আওয়ামী লীগ সরকারের আমলে যে ১২ জন শহীদ হয়েছেন তাদের পরিচয় তুলে ধরে হয়। নিহতরা হলেন, শরিফুজ্জামান নোমানী, হাফিকুর রহমান শাহীন, ওমর শাহাদত, রাশিদুল হক রিন্টু, নুরুল ইসলাম শাহীন, সাফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, শাহাবুদ্দিন, আলী রায়হান, হাফিজুল রহমান, হাফেজ রশিদুল ইসলাম ও আবু রায়হান। এদর মধ্যে ৫ জনই রাবি শিক্ষার্থী ও শিবিরের নেতাকর্মী। এদের প্রত্যেককে তুলে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। যার সাথে জড়িত পুলিশ সহ আওয়ামী লীগ ও ছাত্রলীগ। এসময় জানানো হয়, যারা শহীদ হয়েছে সেই পরিবারগুলোকে জামায়াতের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। দেশ গড়তে এখন কোন সহিংসতা চায় না জামায়াত। এছাড়া গত ১৫ বছরে জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের নামে ৫০৫ টি মামলা দেয়া হয়েছে। যেখানে ৫৫০ জন নেতাকর্মীর নাম রয়েছে। এছাড়া অজ্ঞাত আসামী রয়েছে  দেড় হাজারের বেশি। এসব রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করা হবে। তবে তাতে সময় লাগবে প্রায় ৬ মাস। আওয়ামী লীগ আমলে তাদের নেতাকর্মীদের নামে ধর্ষণ ও দুর্নীতির মামলাগুলোতে রাজনৈতিক মামলা বলে তুলে নেয়া হয়েছে। তবে জামায়াতে ইসলামী এমনটা করবে না।

এসময় তৎকালীন গণমাধ্যম ওসংবাদকর্মীদের সমালোচনা করে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়, গণমাধ্যমের সাংবাদিকরা ন্যায় ও নিষ্ঠার সাথে সংবাদ পরিবেশন করতে ব্যর্থ হয়েছেন। পুলিশ যেভাবে বাড়ি থেকে ধরে এনে সাজিয়ে মামলা দিয়েছে সাংবাদিকরা সেভাবেই সংবাদ পরিবেশন করেছে। তারা এর পেছনের ঘটনার খবর নেয়নি। ভুক্তভোগী পরিবারগুলোর বক্তব্য নেয়া হয়নি।#

এসংক্রান্ত আরো সংবাদ : জামায়াত_ইসলামী




একজন সচেতন নাগরিক হিসেবে আপনার চার পাশে ঘটে যাওয়া সংবাদ উপযোগী যে কোন ঘটনার ছবি বা ভুক্তভোগী ও সম্পৃক্তদের মোবাইল নম্বর আমাদের পাঠাতে পারেন।

সম্পাদক : রাজু আহমেদ

বার্তাকক্ষ
এসোসিয়েশন ভবন
৬১০০, রাজশাহী, বাংলাদেশ।
rzuahd@gmail.com
call@ 01711027084