Banner-adv-3-november.jpg The Incident
× Warning! Check your Cooke | Total Visitor : 142601

আন্তর্জাতিক

Published :
31-10-2022
06:54:13pm

Total Reader: 705



ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ধ্বংসের পক্ষে জাতিসংঘের ১৫২ দেশ, বিপক্ষে ৫


ডেস্ক রিপোর্ট : ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ধ্বংসের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের ১৫২টি দেশ। আর এর বিপক্ষে ছিল পাঁচটি দেশ।

শুক্রবার ( ২৮ অক্টোবর) জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে ‘মধ্যপ্রাচ্যে পারমাণবিক বিস্তারের ঝুঁকি’ শিরোনামে একটি বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানেই ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ধ্বংসের বিষয়ে ভোটাভুটি হয়।
নিউইয়র্কে জাতিসংঘে সাধারণ পরিষদে মধ্যপ্রাচ্যে পারমাণবিক বিস্তারের ঝুঁকি নিয়ে আলোচনার জন্য মিশর বার্ষিক প্রস্তাব জমা দেয়। এতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং বাহরাইন, জর্ডান, মরক্কো এবং সংযুক্ত আরব আমিরাতসহ ১৯টি দেশ দ্বারা সমর্থন দেয়।

জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম কমিটির প্রাথমিক ভোটে ১৫২টি দেশ বলেছে, ইসরায়েলকে অবশ্যই তার সমস্ত পারমাণবিক অস্ত্র ধ্বংসঃ করতে হবে এবং তার পারমাণবিক সাইটগুলোকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার আওতায় রাখতে হবে।

তবে এই প্রস্তাবের বিরোধিতা করেছে পাঁচটি দেশ। দেশগুলো হল- কানাডা, ইসরায়েল, মাইক্রোনেশিয়া, পালাউ এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের সদস্যসহ আরও ২৪টি দেশ ভোটদানে বিরত ছিল।

ধারণা করা হয়, বিশ্বের পারমাণবিক অস্ত্রের অধিকারী মাত্র নয়টি দেশের মধ্যে একটি হলো ইসরায়েল। তবে দেশটি কখনোই এ ধরনের অস্ত্র থাকার কথা স্বীকার করেনি।

সূত্র: জেরুজালেম পোস্ট

এসংক্রান্ত আরো সংবাদ : পারমাণবিক-অস্ত্র




একজন সচেতন নাগরিক হিসেবে আপনার চার পাশে ঘটে যাওয়া সংবাদ উপযোগী যে কোন ঘটনার ছবি বা ভুক্তভোগী ও সম্পৃক্তদের মোবাইল নম্বর আমাদের পাঠাতে পারেন।

সম্পাদক : রাজু আহমেদ

বার্তাকক্ষ
এসোসিয়েশন ভবন
৬১০০, রাজশাহী, বাংলাদেশ।
rzuahd@gmail.com
call@ 01711027084