Banner-adv-3-november.jpg The Incident
× Warning! Check your Cooke | Total Visitor : 150881

জাতীয়

Published :
17-08-2020 । 04:40:58pm

Total Reader: 248



২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২৫৯৫, মৃত্যু ৩৭


গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, শনাক্তের সংখ্যা ও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৯৫ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ৩৭ জন।

এ নিয়ে দেশে ২ লাখ ৭৯ হাজার ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৬৯৪ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ২৮ জন ও নারী ৯ জন।

আজ সোমবার করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় আগের নমুনাসহ ১২ হাজার ৫২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর আগের দিন ১০ হাজার ১৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৩ লাখ ৬৪ হাজার ১৮৯টি নমুনা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ ১ হাজার ৬৪১ জন। এ পর্যন্ত সুস্থ ১ লাখ ৬০ হাজার ৫৯১ জন।

গতকাল রোববার ২৪ ঘণ্টায় ২ হাজার ২৪ জনের শরীরে করোনার সংক্রমণের তথ্য জানানো হয়। ওই সময় মারা যান ৩২ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে ৮৭টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে।

গত ৮ মার্চ দেশে করোনায় সংক্রমিত প্রথম ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এসংক্রান্ত আরো সংবাদ :




একজন সচেতন নাগরিক হিসেবে আপনার চার পাশে ঘটে যাওয়া সংবাদ উপযোগী যে কোন ঘটনার ছবি বা ভুক্তভোগী ও সম্পৃক্তদের মোবাইল নম্বর আমাদের পাঠাতে পারেন।

সম্পাদক : রাজু আহমেদ

বার্তাকক্ষ
এসোসিয়েশন ভবন
৬১০০, রাজশাহী, বাংলাদেশ।
rzuahd@gmail.com
call@ 01711027084