Banner-adv-3-november.jpg
রাজশাহী
Published :
11-05-2025
05:20:30pm
Total Reader: 154
আবু সাঈদ, (বাঘা প্রতিনিধি (রাজশাহী) : রাজশাহীর বাঘা উপজেলাধীন জোত কাদিরপুর গ্রামের বাসিন্দা জাহেদা বেগম (৫৫) । দীর্ঘদিন (১২বছর) যাবত জাহেদা বেগম ভ্যান চালক পেশায় নিয়োজিত। তিনি সকাল ৮ টায় তার নিজ ভ্যানগাড়ি নিয়ে বের হন এবং সন্ধ্যা পর্যন্ত তিনি তার এই কাজে নিয়োজিত থাকেন।
জাহেদা বেগমের একটি ছেলে রয়েছে। নামঃ জাহিদুল (২৫) , সে একজন দিনমজুর, সে বিবাহিত এবং তার একটি কন্যা সন্তান রয়েছে।
জাহেদা বেগম জানান, দৈনিক তার পাঁচ থেকে ছয় শত টাকা ইনকাম হয়। এ দিয়েই তিনি তার সংসার পরিচালনা করেন। জাহেদা বেগম তার ছেলে, ছেলের বউ এবং একমাত্র নাতনিকে নিয়ে একসঙ্গে থাকেন।
জাহেদা বেগম সম্পর্কে তার এলাকাবাসীরা বলেন, জাহেদা বেগম একজন সৎ এবং সাধারন জীবনযাপন করেন। কারোর সঙ্গে কোনো ঝগড়া - বিবাদে তিনি জড়িত নয়।
তার সম্পর্কে তার সহযোগি ভ্যান চালকগন বলেন, জাহেদা বেগম সকালে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে আসেন এবং সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জায়গায় ভাড়ার মাধ্যমে ভ্যান চালান। দুপুরবেলা সে মাঝেমধ্যে বিস্কিট / পাউরুটি খেয়ে দুপুর পার করেন। সে অত্যান্ত ভদ্র।
এর আগে ২০২০ সালে মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও উপজেলা প্রশাসন, বাঘা, রাজশাহীর সহযোগিতায় জাহেদা বেগমকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসংক্রান্ত আরো সংবাদ : বিশেষ
একজন সচেতন নাগরিক হিসেবে আপনার চার পাশে ঘটে যাওয়া সংবাদ উপযোগী যে কোন ঘটনার ছবি বা ভুক্তভোগী ও সম্পৃক্তদের মোবাইল নম্বর আমাদের পাঠাতে পারেন।
সম্পাদক : রাজু আহমেদ
বার্তাকক্ষ
এসোসিয়েশন ভবন
৬১০০, রাজশাহী, বাংলাদেশ।
rzuahd@gmail.com
call@ 01711027084