Banner-adv-3-november.jpg
রাজশাহী
Published :
11-05-2025
05:17:38pm
Total Reader: 77
রাজশাহী অফিস : চাঁপাইনবাবগঞ্জের বকচর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়া ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (১০ মে) দিবাগত রাত সাড়ে ৩টায় বিজিবি তাঁদের আটক করে। আটকের সত্যতা নিশ্চিত করেছেন ৫৩ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান।
মো. মনির-উজ-জামান জানান, ৫৩ বিজিবি আলাতলি ইউনিয়নের বকচর সীমান্ত পিলার ৩৪/৩-এর কাছে দিয়ে ১০ জন ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে টহলদল তাঁদের চ্যালেঞ্জ করে। এ সময় তাঁরা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে ১০ জনকে আটক করে বিজিবি। তাঁরা বাংলাদেশি বলে জানিয়েছেন।
আটক ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, একজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা হলেও বাকি ৯ জনের বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলায়। আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ উল্লাহ (৪২), মো. রংবাজ সরদার (২৩), সাবজিল (৫২), মো. আসরাফ শেখ (৬০), মো. রবিউল সরদার (২১), মো. রিয়াজ উদ্দিন (২৭), মো. বাহাদুর শেখ (৪২), মো. নাদিম শেখ (৪২), মো. রাজিম শেখ (২২) ও আরবাজ সরদার (২২)।
বিজিবি অধিনায়ক আরও জানান, তিন মাস আগে ভারতের চেন্নাই শহরে কবিরাজি (তাবিজ বিক্রি) করার জন্য তাঁরা অবৈধভাবে গিয়েছিলেন বলে দাবি করেছেন। আটক ব্যক্তিদের চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ শেষে অনুপ্রবেশ আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এ প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, অনুপ্রবেশের দায়ে বিজিবির হাতে আটক ১০ বাংলাদেশিকে থানায় হস্তান্তর শেষে আজ শনিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসংক্রান্ত আরো সংবাদ : বাংলাদেশ-ভারত
একজন সচেতন নাগরিক হিসেবে আপনার চার পাশে ঘটে যাওয়া সংবাদ উপযোগী যে কোন ঘটনার ছবি বা ভুক্তভোগী ও সম্পৃক্তদের মোবাইল নম্বর আমাদের পাঠাতে পারেন।
সম্পাদক : রাজু আহমেদ
বার্তাকক্ষ
এসোসিয়েশন ভবন
৬১০০, রাজশাহী, বাংলাদেশ।
rzuahd@gmail.com
call@ 01711027084