Banner-adv-3-november.jpg
রাজশাহী
Published :
15-03-2025
12:29:35pm
Total Reader: 108
রাজশাহী অফিস : রাজশাহী মেট্রোপলিটন ক্লাব লি. এর সাধারণ সভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) নগরীর সাহেব বাজারে অবস্থিত একটি অভিজাত আবাসিক হোটেলের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন ক্লাবের সাবেক সভাপতি আনিসুর রহমান। পরিচালনা করেন রাজশাহী মেট্রোপলিটন ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হাসান কবির।
সাধারণ সভায় আয়ব্যয়ের হিসাব তুলে ধরা হয় এবং রাজশাহী মেট্রোপলিটন ক্লাব লি. এর নাম পরিবর্তন করে রাজশাহী বোট ক্লাব লি. নামকরণ করা হয়। এছাড়াও ক্লাবের গঠনতন্ত্র পরিবর্তন, যাবতীয় আয়ব্যয়ের হিসাবের অনুমোদন দেওয়া হয়। এসময় নতুন ক্লাব ভবনের থ্রিডি মডেল প্রদর্শন করা হয়। সভার সিদ্ধান্ত সমূহ সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন রণজিৎ কুমার মন্ডল, খন্দকার মিজানুর রহমান খোকন, সালাউদ্দিন মিন্টু, রেজাউল করিম প্রমুখ। সভায় সকল সদস্যদের উপস্থিতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এসংক্রান্ত আরো সংবাদ : সংগঠন
একজন সচেতন নাগরিক হিসেবে আপনার চার পাশে ঘটে যাওয়া সংবাদ উপযোগী যে কোন ঘটনার ছবি বা ভুক্তভোগী ও সম্পৃক্তদের মোবাইল নম্বর আমাদের পাঠাতে পারেন।
সম্পাদক : রাজু আহমেদ
বার্তাকক্ষ
এসোসিয়েশন ভবন
৬১০০, রাজশাহী, বাংলাদেশ।
rzuahd@gmail.com
call@ 01711027084