Banner-adv-3-november.jpg
জাতীয়
Published :
05-11-2024
12:17:37am
Total Reader: 186
# আদালতের আশ্রয় নেবেন অব্যাহতি প্রাপ্তরা
# ক্লাসে ও প্যারেড গ্রাউন্ডে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ
# প্রশিক্ষণার্থী ৮০৪ জনের মধ্যে অব্যাহতি দেয়া হয়েছে ৩১০ জনকে
# তালিকায় রয়েছেন আরও প্রায় অর্ধশত প্রশিক্ষণার্থী এসআই
রাজশাহী অফিস ও চারঘাট প্রতিনিধি : শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরও ৫৮ জন এসআইকে শোকজের পর অব্যাহতি দেয়া হয়েছে। এ নিয়ে ৪০ তম এসআই ব্যাচে মোট ৩১০ জনকে অব্যাহতি দেয়া হলো। সোমবার (৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ হেড কোয়াটারের মিডিয়া ইউনিটের এআইজি ইনামুল হক সাগর। তবে অব্যাহতি প্রাপ্ত একাধিক প্রশিক্ষণার্থী এসআই জানিয়েছেন, তারা চাকরি ফিরে পেতে আদালতের আশ্রয় নেবেন।
এর আগে অক্টোবর মাসে একই ব্যাচের ২৫২ জন এসআইকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজের পর পর্যায়ক্রমে অব্যাহতি দেয়া হয়। ৪০ তম এসআই ব্যাাচে মোট ৮০৪ জন প্রশিক্ষণরত রয়েছেন। চলতি মাসে এই ব্যাচের সমাপনী কুচকাওয়াজ সম্পন্ন হবার কথা রয়েছে।
সোমবার দুপুরে সারদা পুলিশ একাডেমির বাজার গেটের সামনে সরেজমিনে কথা হয় অব্যাহতি পাওয়া সোহাগ মোল্লার সাথে। সোহাগ দাবি করেন, দুটি ক্লাস এবং প্যারেড গ্রাউন্ডে দুটি ঘটনা সহ মোট চারটি ঘটনা উল্লেখ করে ৪০ তম প্রশিক্ষণরত এসআইদের একটি বড় অংশকে শোকজ করার হয়। তবে সেই ঘটনার কোনটির সঙ্গে তিনি জড়িত নন। এ সময় সোহাগ কান্নায় ভেঙে পড়েন। সোহাগের সঙ্গে অব্যাহতি প্রাপ্ত আরও অন্তত ১০ জনের সাথে কথা হয়।নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, যাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে তাদের প্রত্যেকের সাথে অন্যায় করা হয়েছে। চাকুরী ফিরে পেতে তারা আদালতের আশ্রয় নেবেন।
অব্যাহতি পাওয়া দুইজন প্রশিক্ষণরত এসআইদের শোকজের পত্র গণমাধ্যমের হাতে আসে। সেই পত্রের একটিতে দেখা যায় ৪০ তম এসপিদের প্যারেড গ্রাউন্ডে খাবারকে কেন্দ্র করে এক দল প্রশিক্ষণরত এসআই হট্টগোল করেন। অপর নোটিশে দেখা যায় ক্লাস চলাকালীন প্রশিক্ষণরত এসআই সদস্যরা বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরবর্তীতে অভিযুক্তদের শোকজের জবাব যাওয়া হয়। এরপরই তাদেরকে প্রশিক্ষণ থেকে অব্যাহতি দেয়া হয়। গতবছর ৪ নভেম্বর ৮০৪ জন ৪০ তম এসআই পদে প্রশিক্ষণের জন্য সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ শুরু করেন। এর মধ্যে ৫৮ জন নারী। অব্যাহতি প্রাপ্তদের মধ্যে রয়েছে ৩৯ জন নারী।
প্রশিক্ষণরত এসআইদের অব্যাহতি দেয়া হয়েছিল যে ক্লাসসমূহে বিশৃঙ্খলার অভিযোগে; সেই ক্লাস দুটির একটি নিয়েছিলেন সারদা পুলিশ একাডেমির সাবেক অধ্যক্ষ নাজিবুর রহমান। তবে ক্লাসে বিশৃঙ্খলার বিষয়টি অস্বীকার করেছেন স্বয়ং নাজিবুর রহমান। তিনি বলেন আমার ক্লাসে ছাত্ররা প্রত্যেকেই রেস্পনসিভ ছিলেন। আমি চাইবো প্রত্যেকের ক্ষেত্রে ফেয়ার এন্ড আনবায়াস্ট সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এদিকে এসব বিষয়ে কথা বলতে সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ মো. মাসুদুর রহমান ভুইঞার অফিসিয়াল মোবাইল নম্বর একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এর আগে গত ২০ অক্টোবর সাদরা পুলিশ এ্যকাডেমীতে প্রশিক্ষণরত ৬৮ জন এএসপিদের সমাপনী কুচকাওয়াজের আয়োজন করেও তা বাতিল করা হয়। এছাড়াও পুলিশের অন্তত ছয়টি বিসিএস ব্যাচের সহস্রাধিক সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে কর্মরত পুলিশ সদস্যদের বিষয়ে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে নতুন করে অনুসন্ধান শুরু হয়েছে।
এসংক্রান্ত আরো সংবাদ : পুলিশ_বাহিনী
একজন সচেতন নাগরিক হিসেবে আপনার চার পাশে ঘটে যাওয়া সংবাদ উপযোগী যে কোন ঘটনার ছবি বা ভুক্তভোগী ও সম্পৃক্তদের মোবাইল নম্বর আমাদের পাঠাতে পারেন।
সম্পাদক : রাজু আহমেদ
বার্তাকক্ষ
এসোসিয়েশন ভবন
৬১০০, রাজশাহী, বাংলাদেশ।
rzuahd@gmail.com
call@ 01711027084