Banner-adv-3-november.jpg
রাজশাহী
Published :
02-11-2024
04:12:15pm
Total Reader: 214
রাজশাহী অফিস : ২০২৩ সালে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্বাচনী প্রাচরণায় ব্যবহৃত সাউন্ডসিস্টেম সহ সুসজ্জিত একটি ট্রাক সকলের নজর কাড়ে। সেই ট্রাকটিতে করে মেয়র প্রার্থী লিটন নগর জুড়ে প্রচার প্রচারণা চালান। আর সেই ট্রাকটি সাজিয়েগুছিয়ে প্রাচারণার জন্য দিয়েছিলেন নগরীর আসলাম সরকার নামের এক ব্যক্তি। ওই সময় আসলাম সরকার এমনটাই দাবি করেছিলেন।
৪৬ বছর বয়সী আসলাম সরকার ডিঙ্গাডোবা এলাকার আজিজুল সরকারের ছেলে। এক সময় নগরীর ঘোষপাড়া এলাকায় ব্ল্যাক ক্যাফে নামের একটি ফাস্ট ফুডের দোকান পরিচালনা করতেন এই আসলাম। পাশাপাশি মিউজিক ভিডিও নির্মাণের জন্য তিনি ‘সরকার প্রোডাকশন হাউজ’ গড়ে তোলেন। সেই প্রোডাকশন হাউজের ব্যানারে শুটিংয় করতে তিনি এক দল তরুণ তরুণীদের নিয়ে যেতের কক্সবাজারে। রাজনৈতিক বা বংশিয় কোন পরিচয় না থাকলেও আসলাম সরকার স্থানীয় আওয়ামী লীগের ঘনিষ্ট হয়ে ওঠে মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমর ঘোষের হাত ধরে। স্থানীয়দের মাঝে প্রচলিত রয়েছে আসলাম ও রকি দুজনে ব্যবসায়ী পার্টনার।
গত ৩১ অক্টোবর রাতে সেই আসলাম সরকারকে ৩৪০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম। এর পরই আসলামের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করেছে।
এর আগে ২০১৮ সালের ২৩ মে র্যাবের একটি টিম কক্সবাজারের একটি হোটেল থেকে রাজশাহীর ৬ জন তরুণ-তরুণীসহ মোট ৮ জনকে আটক করে। এসময় তাদের মাউক্রোর (সিএনজি চালিত) তেলের ট্যাংকের ভেতর থেকে এক লাখ ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাবের একটি সূত্র জানায়, ২৩ মে সকাল ১০ টায় কক্সবাজারে মিউজিক ভিডিও নির্মাণের একটি শুটিং টীম বিপুল পরিমাণ ইয়াবা পাচার করার খবর আসে র্যাবের কাছে। পরে শহরের কলাতলী এলাকায় শুটিং টীম বহনকারি মাইক্রোবাসে অভিযান চালিয়ে ১ লাখ ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মিউজিক ভিডিওর প্রোডাকশন হাউসের মালিক আসলাম সরকার ও তার সহযোগী মাসুদ রানা (৩০) সহ আর্টিস্টদেরকে আটক করা হয়।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, আসলাম সরকার রাজশাহী ভিত্তিক মাদক চক্রের অন্যতম গডফাদার। তার অন্যতম সহযোগী ড্রাইভার মাসুদ রানা। মাদক ব্যবসা সহজ করতে তিনি গড়ে তুলেন মিউজিক ভিডিওর প্রোডাকশন হাউস। মিউজিক ভিডিও নির্মাণের আড়ালে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসলেও সর্বশেষ কক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবাসহ র্যাবের হাতে ধরাশয়ী হয় কুখ্যাত এই মাদক সম্রাট।
ওই ঘটনার পর দীর্ঘ দিন কারাগারে কাটান আসলাম সরকার ও তার ড্রাইভার মাসুদ। তবে কারাগার থেকে জামিনে বের হয়ে আসলাম সরকার আওয়ামী লীগের ছত্রছায়ায় আশ্রয় নেয়। আর সেই আশ্রয় ছিল রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকিকুমার ঘোষ।
এদিকে আসলাম সরকারের বিরুদ্ধে রাজশাহীর সীমান্তবর্তী এলাকা গেদাগাড়ী ও চারঘাট উপজেলার কুখ্যাত মাদক সম্রটদের সাথে সক্ষতার একাধিত প্রমাণ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। রাজশাহী মহানগর পুলিশের দেয়া তথ্য মতে, আসলাম সরকারের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিষয়ে আরও খবর সংগ্রহ করা হচ্ছে।#
এসংক্রান্ত আরো সংবাদ : মাদক_সিন্ডিকেট
একজন সচেতন নাগরিক হিসেবে আপনার চার পাশে ঘটে যাওয়া সংবাদ উপযোগী যে কোন ঘটনার ছবি বা ভুক্তভোগী ও সম্পৃক্তদের মোবাইল নম্বর আমাদের পাঠাতে পারেন।
সম্পাদক : রাজু আহমেদ
বার্তাকক্ষ
এসোসিয়েশন ভবন
৬১০০, রাজশাহী, বাংলাদেশ।
rzuahd@gmail.com
call@ 01711027084