Banner-adv-3-november.jpg
রাজশাহী
Published :
02-10-2024
11:02:10pm
Total Reader: 195
রাজশাহী অফিস : অবৈধ অনুপ্রবেশের দায়ে রাজশাহীর পদ্মার তীর থেকে সন্দেহভাজন দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর একটি টিম। বুধবার বিকেল ৫ টায় চারঘাট উপজেলার ইউসুফপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৮/২-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীর পাড় থেকে তাদের আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী ব্যাটেলিয়ান-১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মতিউল ইসলাম মন্ডল।
বিজিবির জিজ্ঞাসাবাদে আটককৃতরা ভারতীয় নাগরিক বলে স্বীকার করে। আটককৃত ব্যক্তিদের নাম আইনুল হক (৫৫) ও মো: শোয়েব নবী শেখ (৪০)। আইনুল ও শোয়েব যথাক্রমে ভারতের পশ্চিবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার আব্দুর রহিম ও জার্মান আলীর ছেলে।
রাজশাহী ব্যাটেলিয়ান-১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মতিউল ইসলাম মন্ডল বলেন, অনুপ্রবেশের দায়ে ভারতীয় দুইজনকে আটকের পর আইনি প্রক্রিয়া শেষে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসংক্রান্ত আরো সংবাদ : সীমান্ত
একজন সচেতন নাগরিক হিসেবে আপনার চার পাশে ঘটে যাওয়া সংবাদ উপযোগী যে কোন ঘটনার ছবি বা ভুক্তভোগী ও সম্পৃক্তদের মোবাইল নম্বর আমাদের পাঠাতে পারেন।
সম্পাদক : রাজু আহমেদ
বার্তাকক্ষ
এসোসিয়েশন ভবন
৬১০০, রাজশাহী, বাংলাদেশ।
rzuahd@gmail.com
call@ 01711027084