Banner-adv-3-november.jpg
ক্রীড়াঙ্গন
Published :
18-02-2024
09:31:11pm
Total Reader: 178
রাজশাহী অফিস : নির্বাচন অফিসের পরিবারের আয়োজনে রাজশাহীতে ব্যাডমিন্টন টুনার্মেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছেন নওগাঁ জেলা নির্বাচন অফিস দল এবং রানারআপ হন রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিস দল। গত ১৭ ও ১৮ ফেব্রয়ারি রাজশাহী নির্বাচন অফিস চত্বরে এই প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। প্রতিযোগীতায় অংশ নেন রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার নির্বাচন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ক্রীড়া প্রতিযোগীতা উপভোগ করেন রাজশাহী অঞ্চলের সকল কর্মকর্তা, কর্মচারী সহ তাদের পরিবার ও স্থানীয় গণ্যমান্য বেক্তিবর্গ।
প্রতিযোগীতা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ক্রীড়া প্রতিযোগীতার মাধ্যমে আদের পরিবারগুলোর মধ্যে বন্ধন আরও দৃঢ় হয়। এধরণের আয়োজন আমাদের কাজের অন্যতম প্রেরণার অংশ। কাজের পাশাপাশি এমন আয়োজনে অংশ নেয়ার মাধ্যমে অমাদের একে অপরকে চিনতে সহযোগীতা করে।
এসংক্রান্ত আরো সংবাদ : ক্রীড়াঙ্গন
একজন সচেতন নাগরিক হিসেবে আপনার চার পাশে ঘটে যাওয়া সংবাদ উপযোগী যে কোন ঘটনার ছবি বা ভুক্তভোগী ও সম্পৃক্তদের মোবাইল নম্বর আমাদের পাঠাতে পারেন।
সম্পাদক : রাজু আহমেদ
বার্তাকক্ষ
এসোসিয়েশন ভবন
৬১০০, রাজশাহী, বাংলাদেশ।
rzuahd@gmail.com
call@ 01711027084