Banner-adv-3-november.jpg
রাজশাহী
Published :
02-11-2022
06:08:50pm
Total Reader: 254
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদে ১০০ টি সংরক্ষিত নারী আসনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মহিলা আওয়ামী লীগ রাজশাহী জেলা শাখার আয়োজনে বুধবার বেলা সাড়ে ১০ টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারীর উন্নয়ন অব্যহত রাখতে রাজনৈতিক ক্ষমতায়ন জরুরী দাবি করে জাতীয় সংসদ নির্বাচনে নারীর জন্য ১০০ টি আসন সংরক্ষনের দাবি জানান বক্তারা। এই দাবি বাস্তবায়িত হলে নারীদের অগ্রগতি হবে ও নারীরা আরো এগিয়ে যাবে।নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে বলে জানান আয়োজকরা।
মহিলা আওয়ামীলীগ জেলা শাখার সভাপতি মর্জিনা পারভীনের সভাপতিত্ব এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়,জাতীয় মহিলা আইনজীবি সমিতির পরিচালক দিল সিতারা চুনি,জেলা মহিলা আওয়ামী লীগের শিক্ষা সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাহিমা বেগম, দিনের আলো হিজরা সংগঠনের সভাপতি মোহনা সহ রাজশাহীর নারী নেতৃত্বের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
এসংক্রান্ত আরো সংবাদ : রাজনীতি
একজন সচেতন নাগরিক হিসেবে আপনার চার পাশে ঘটে যাওয়া সংবাদ উপযোগী যে কোন ঘটনার ছবি বা ভুক্তভোগী ও সম্পৃক্তদের মোবাইল নম্বর আমাদের পাঠাতে পারেন।
সম্পাদক : রাজু আহমেদ
বার্তাকক্ষ
এসোসিয়েশন ভবন
৬১০০, রাজশাহী, বাংলাদেশ।
rzuahd@gmail.com
call@ 01711027084