Banner-adv-3-november.jpg
রাজশাহী
Published :
19-10-2022
04:05:47pm
Total Reader: 280
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর তেরখাদিয়া মথুরডাঙ্গা এলাকার একটি স্যানিটারি ন্যাপকিন তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন ভোক্তা অধিদপ্তর। বুধবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে নিম্নমানের ও অস্বাস্থ্যকর ন্যাপকিন তৈরির দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৫ হাজার জব্দ ন্যাপকিন ধ্বংস করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিভাগের ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক হাসান আল মারুফ।
তিনি জানান, নগরীর মথুরডাঙ্গা এলাকার একটি বাড়িতে গার্মেন্টের অপরিস্কার ঝুট তুলা, কাপড়ের টুকরা, ছেড়া মোজা ও টিসু দিয়ে ঋতুকালীন নারীদের জন্য ন্যাপকিন তৈরি করা হচ্ছিল। যা অত্যান্ত অস্বাস্থ্যকর ও নিম্নমানের। তাদের বিএসটিআই এর অনুমোদন নেই। সেই সাথে নিউপ্যাডের লোগো নকল করে এই ন্যাপকিনগুলো তৈরি করা হচ্ছিল। কারখানাটতে এসব সামগ্রী জীবানুমুক্ত করার কোন ব্যবস্থাই নেই। এসব নিম্নমানের ন্যাপকিন বাজারজাত করা হতো।
পরে ওই কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ৫ হাজার ন্যাপকিন নষ্ট করে ফেলা হয়েছে। সেই সাথে প্রতিষ্ঠানটি বন্ধ করার নির্দেশ প্রদান করা হয়েছে।
এদিকে এবিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ডাক্তার আজিজুল হক জানান, এমন ন্যাপকিন ব্যবহারে নারীদের সংক্রামক রোগ সহ জরায়ুতে ক্যান্সারের ঝুঁকি রয়েছে।
এসংক্রান্ত আরো সংবাদ : অভিযান
একজন সচেতন নাগরিক হিসেবে আপনার চার পাশে ঘটে যাওয়া সংবাদ উপযোগী যে কোন ঘটনার ছবি বা ভুক্তভোগী ও সম্পৃক্তদের মোবাইল নম্বর আমাদের পাঠাতে পারেন।
সম্পাদক : রাজু আহমেদ
বার্তাকক্ষ
এসোসিয়েশন ভবন
৬১০০, রাজশাহী, বাংলাদেশ।
rzuahd@gmail.com
call@ 01711027084