Banner-adv-3-november.jpg The Incident
× Warning! Check your Cooke | Total Visitor : 142661

রাজশাহী

Published :
23-09-2020
10:46:33pm

Total Reader: 358



রাজশাহী নগরীতে বঙ্গবন্ধুর ম্যুরাল ও কেন্দ্রীয় শহীদ মিনার দ্রুত নির্মাণের দাবি


ইনসিডেন্ট ডেস্ক : স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে প্রস্তাবিত উত্তরবঙ্গের সর্ববৃহৎ বঙ্গবন্ধুর ম্যুরাল ও নগরীর সোনাদীঘি এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার দ্রুত নির্মাণের দাবিতে জেলা পরিষদের চেয়ারম্যানকে স্মারকলিপি দিয়েছেন মুক্তিযোদ্ধা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে রাজশাহী জেলা পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের কাছে স্মারকলিপি তুলে দেন মুক্তিযোদ্ধা মীর ইকবাল ও নওশের আলী।

এ সময় আরো উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাবেক সহ- সভাপতি মাহফুজুল আলম লোটন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বাবলু, সাবেক ক্রীড়া সম্পাদক মীর তৌফিকুর রহমান ভাদু, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার ও আসাদুজ্জামান আজাদ, সদস্য মুফিদুজ্জামান জুরাত ও এহসানুল হক কলিনসহ নগর ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের প্রথম শহীদ মিনার যেটি বর্তমানে রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসে অবস্থিত আছে। সেটি নগরীর লোকনাথ স্কুলের সামনে জেলা পরিষদের নিজস্ব জমি পরিত্যক্ত সার্ভে ইনস্টিটিউটের স্থানে নির্মাণ ও আগে নির্ধারিত সিঅ্যান্ডবি মোড় সংলগ্ন এলাকায় বঙ্গবন্ধুর ম্যুরালটি নির্মাণের দাবি করা হয়।

স্মারকলিপি গ্রহণ করে জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, তিনি মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের দাবিগুলো গুরুত্বসহ বিবেচনা করবেন এবং জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

স্মারকলিপিটি হুবহু তুলে ধরা হলো-

বরাবর
চেয়ারম্যান
জেলা পরিষদ,
রাজশাহী জেলা।

বিষয়: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্ধারিত স্থানে স্থাপন ও রাজশাহী মহানগরে কেন্দ্রীয়  শহীদ মিনার স্থাপনে স্থান বরাদ্দের জন্য তড়িৎ ব্যবস্থা গ্রহন প্রসঙ্গে।

জনাব,
যথাবিহীত সম্মানপূর্বক নিবেদন এই যে, গত ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ইং তারিখে সিএন্ডবি মোড়স্থ জেলা পরিষদের নির্ধারিত স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরবঙ্গের সর্ববৃহৎ ম্যুরাল স্থাপনের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আপনি সহ সেখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কিন্তু অতীব উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, দীর্ঘ এক বছর অতিবাহিত হয়ে গেলেও জাতির পিতার ম্যুরাল স্থাপনে নির্ধারিত স্থান (যে স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিলো) বরাদ্দের বিষয়ে আপনার প্রতিষ্ঠানের দৃশ্যমান কোন পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। যার ফলে জাতির পিতার ম্যুরাল স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। বিষয়টি অতীব দুঃখজনক ও বেদনাদায়ক। এই বিষয়ে আপনার ও আপনার প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তড়িৎ ভূমিকা গ্রহনপূর্বক অতিসত্ত্বর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে আপনার আশু পদক্ষেপ আশা করছি।

পাশাপাশি বিভাগীয় শহর রাজশাহীতে জাতির বরেণ্য সন্তানদের যাঁরা দেশমাতৃকার তরে আত্মবলিদান করে শহীদ হয়েছেন, তাঁদের শ্রদ্ধা জানানোর নিমিত্তে কোন কেন্দ্রীয় শহীদ বেদী বা মিনার নেই। এই বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী-২ সদর আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা সহ জেলা পরিষদ কর্তৃক সম্মিলিত একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছিলো যেখানে ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইন্সটিটিউট, রাজশাহী স্থানটি নির্ধারণ করা হয়েছিলো। সে বিষয়েও আমরা আপনার ও আপনার প্রতিষ্ঠানের কোন ইতিবাচক পদক্ষেপ লক্ষ্য করছি না। অতিসত্ত্বর এই বিষয়ে আপনার সুস্পষ্ট কার্যকর পদক্ষেপ দেখতে চাই।

অতএব, উপরোক্ত বিষয় দুইটি গুরুত্বের সাথে বিবেচনা করে অতিসত্ত্বর সুস্পষ্ট কার্যকর পদক্ষেপ গ্রহন করে রাজশাহীবাসীর প্রত্যাশার প্রতি সম্মান জ্ঞাপন করবেন।

বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের পক্ষে

মো: ডাবলু সরকার
সাধারণ সম্পাদক
বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর।

এসংক্রান্ত আরো সংবাদ : ডাবলু-সরকার




একজন সচেতন নাগরিক হিসেবে আপনার চার পাশে ঘটে যাওয়া সংবাদ উপযোগী যে কোন ঘটনার ছবি বা ভুক্তভোগী ও সম্পৃক্তদের মোবাইল নম্বর আমাদের পাঠাতে পারেন।

সম্পাদক : রাজু আহমেদ

বার্তাকক্ষ
এসোসিয়েশন ভবন
৬১০০, রাজশাহী, বাংলাদেশ।
rzuahd@gmail.com
call@ 01711027084