Banner-adv-3-november.jpg
রাজশাহী
Published :
20-09-2020
12:57:09pm
Total Reader: 247
রাজশাহীর একটি বাড়ির ছাদে অস্ত্র রেখে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে শেষ পর্যন্ত নিজেরাই ফেসে গেছেন। এঘটানয় রাজশাহী নগরীর দুইজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, নগরীর অলকার মোড় এলাকার রতন সরকারের ছেলে প্রতাপ সরকার (৪২) ও সাহেববাজার মাস্টার পাড়া এলাকার মো: মামুনের ছেলে শহিদুল হাসান রনি (৩৫)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস।
পুলিশের এই কর্মকর্তা জানান, গত ১৮ সেপ্টেম্বর রাত্রি আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া পাড়া এলাকার গোলাম আজম হোসেন বাবু’র বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা শাখার এসআই আমিনুর রহমান ও তার দল। এসময় ওই বাড়ির একতলা ছাদের বর্ধিত অংশে একটি বিদেশী স্বচল কাটা বন্দুক উদ্ধার কর হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ বুঝতে পারেন, পূর্ব শত্রুতার বশে বাড়ীর মালিককে ফাঁসানোর জন্য তৃতীয় কোন পক্ষ ছাদের কার্নিস বেয়ে এসে অস্ত্রটি রেখে যেতে পারে। এর পর গত কাল ১৯ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টায় এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে প্রথমে প্রতাপ সরকারকে ও পরে শহিদুল হাসানকে গ্রেফতার করা হয়।
একজন সচেতন নাগরিক হিসেবে আপনার চার পাশে ঘটে যাওয়া সংবাদ উপযোগী যে কোন ঘটনার ছবি বা ভুক্তভোগী ও সম্পৃক্তদের মোবাইল নম্বর আমাদের পাঠাতে পারেন।
সম্পাদক : রাজু আহমেদ
বার্তাকক্ষ
এসোসিয়েশন ভবন
৬১০০, রাজশাহী, বাংলাদেশ।
rzuahd@gmail.com
call@ 01711027084