Banner-adv-3-november.jpg The Incident
× Warning! Check your Cooke | Total Visitor : 142649

আন্তর্জাতিক

Published :
17-09-2020
11:36:41am

Total Reader: 238



জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইয়োশিহিদে সুগা


ইনসিডেন্ট ডেস্ক : জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন ইয়োশিহিদে সুগা। বুধবার (১৬ সেপ্টেম্বর) শপথ গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে জাপানের নতুন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেন, জাপানকে পুনর্গঠন করা এবং সাবেক প্রধানমন্ত্রী আবের ধারাবাহিকতা রক্ষা করে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই হবে আমার সরকারের মূল লক্ষ্য।  

বুধবার জাপানের স্থানীয় সময় রাত ৯টায় শুরু হয়ে সাড়ে ৯টায় শেষ হয় সংবাদ সম্মেলনটি। এ সময়ে ইয়োশিহিদে সুগা তার সরকারের নানাবিধ পরিকল্পনা তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনর্গঠন এবং টোকিও অলিম্পিক আসরকে চ্যালেঞ্জ হিসেবে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে।’

করোনায় দেশটির তিন লাখ ৩০ হাজার নারীসহ চার লাখ মানুষ কর্মহীন হয়ে পরেছে জানিয়ে সুগা বলেন, তাদের জন্য কর্মক্ষেত্র তৈরি করতে কাজ করতে হবে। জাপানকে সকলের বসবাস বান্ধব করে গড়ে তোলা আমার সরকারের অন্যতম প্রধান কাজ।

জাপানে মোবাইল ফোন ব্যবহারের খরচ বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি উল্লেখ করে তিনি এই খরচ কমাতে কাজ করবেন বলে জানান।

বহির্বিশ্বের সঙ্গে পূর্বসূরি শিনজো আবের সম্পর্কের ধারাবাহিকতা বজায় রেখে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্টের সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সুগা।

জাপানের আভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রেখে চীন ও কোরিয়ার সঙ্গে বিরোধ মিটিয়ে পারস্পরিক সম্পর্ক উন্নয়নেও তার সরকার কাজ করে যাবে বলে যোগ করেন তিনি।

এসংক্রান্ত আরো সংবাদ : জাপান




একজন সচেতন নাগরিক হিসেবে আপনার চার পাশে ঘটে যাওয়া সংবাদ উপযোগী যে কোন ঘটনার ছবি বা ভুক্তভোগী ও সম্পৃক্তদের মোবাইল নম্বর আমাদের পাঠাতে পারেন।

সম্পাদক : রাজু আহমেদ

বার্তাকক্ষ
এসোসিয়েশন ভবন
৬১০০, রাজশাহী, বাংলাদেশ।
rzuahd@gmail.com
call@ 01711027084