Banner-adv-3-november.jpg
রাজশাহী
Published :
09-09-2020
10:27:50pm
Total Reader: 306
স্টাফ রিপোর্টার : রাজশাহীর সাগরপাড়া মোড়ের কাছে একটি বাড়িতে ঢুকে ডাকাতি চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এসময় এক ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় সাধারণ মানুষ।
বুধবার রাত সাড়ে ৮ টার দিকে সাগরপাড়া বটতলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা হাজতে নিয়ে যায়।
বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন জানান, ধারালো অস্ত্র নিয়ে তিনজন রেশমপট্টি এলাকার সাদেকুল ইসলামের বাড়িতে প্রবেশ করে। এর পর বাড়িতে থাকা নারী ও পুরুষের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় দুইজন বাড়ির পেছন দিয়ে পালিয়ে যায়।
এসময় একজনকে স্থানীয় লোকজন ধরে করে পিটুনি দিয়ে পুলিশে দেয়। গ্রেপ্তার ডাকাতের নাম নাসিম উদ্দিন (২৭)। তার বাড়ি নগরের ভাটাপাড়া এলাকায়।
একজন সচেতন নাগরিক হিসেবে আপনার চার পাশে ঘটে যাওয়া সংবাদ উপযোগী যে কোন ঘটনার ছবি বা ভুক্তভোগী ও সম্পৃক্তদের মোবাইল নম্বর আমাদের পাঠাতে পারেন।
সম্পাদক : রাজু আহমেদ
বার্তাকক্ষ
এসোসিয়েশন ভবন
৬১০০, রাজশাহী, বাংলাদেশ।
rzuahd@gmail.com
call@ 01711027084