Banner-adv-3-november.jpg The Incident
× Warning! Check your Cooke | Total Visitor : 142656

জাতীয়

Published :
09-09-2020

Total Reader: 235



‘দুই দশকে বাংলাদেশে ৩৮ বাঘের মৃত্যু’


ইনসিডেন্ট ডেস্ক : বাংলাদেশে গত দুই দশকে ৩৮টি বাঘ মারা গেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

বুধবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত ভোলা-৩ আসনের নুরুন্নবী চৌধুরী শাওনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, গত দুই দশকে সুন্দরবনে মোট ৩৮টি বাঘের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিডরের আঘাতে একটি, দুষ্কৃতিকারীরা হত্যা করেছে ১০টি, জনতার পিটুনিতে মারা গেছে ১৪টি এবং অস্বাভাবিক মৃত্যু হয়েছে ১৩টির।

শাহাব উদ্দিন আরও জানান, সর্বশেষ ২০১৮ সালে সুন্দরবনে ক্যামেরা ট্রাপিং পদ্ধতিতে অনুষ্ঠিত বাঘশুমারিতে ১১৪টি বাঘের সন্ধান পাওয়া যায়, যা ২০১৫ সালে ১০৬টি বাঘ পাওয়া যায়।

২০২১-২০২২ সালে আরেকটি বাঘ শুমারি হওয়ার কথা রয়েছে।

এদিন প্রধানমন্ত্রী ছাড়া অন্য মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

নোয়াখালী-৩ আসনের মামুনুর রশীদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, এক লাখ ৯২ হাজার ৩৫১ জন তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারকে সম্মানী ভাতা দেয়া হচ্ছে।

এ খাতে চলতি ২০২০-২১ অর্থ বছরে পাঁচ হাজার ৫৯ হাজার ৫৫ লাখ ৮৭ হাজার টাকা বরাদ্দ রয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধ কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ১১ হাজার ৯৯৮ জন যুদ্ধাহত ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবার এবং ৬৭৬ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে সম্মানী ভাতা দেয়া হয়।

বর্তমানে তিন শ্রেণিতে দুই লাখ ৫ হাজার ২৫ জন মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারকে সম্মানী ভাতা দেয়া হচ্ছে। তিন হাজার ৯৪৪ কোটি ৫৫ হাজার ৮৭ হাজার টাকা বরাদ্দ রয়েছে।

এসংক্রান্ত আরো সংবাদ : বাঘ




একজন সচেতন নাগরিক হিসেবে আপনার চার পাশে ঘটে যাওয়া সংবাদ উপযোগী যে কোন ঘটনার ছবি বা ভুক্তভোগী ও সম্পৃক্তদের মোবাইল নম্বর আমাদের পাঠাতে পারেন।

সম্পাদক : রাজু আহমেদ

বার্তাকক্ষ
এসোসিয়েশন ভবন
৬১০০, রাজশাহী, বাংলাদেশ।
rzuahd@gmail.com
call@ 01711027084