Banner-adv-3-november.jpg
বিশেষ প্রতিবেদন
Published :
28-08-2020 । 10:16:07am
Total Reader: 296
স্টাফ রিপোর্টার : বর্ষা শেষে রাজশাহীর উপজেলাগুলোর বিভিন্ন খাল-বিল থেকে সবে বন্যার পানি নামতে শুরু করেছে। প্রাতৃতিক কারণেই এসব খালে বিলে এখন ছোট মাছের প্রাপ্যতা বৃদ্ধি পেয়েছে। আর সেই ছোট মাছ ধরার জন্য দল বেধে নেমে পড়েছে সৌখিন মৎস শিকারীরা।
বৃহস্পতিবার স্থানীয় কয়েকটি উপজেলার বেশ কিছু এলাকা ঘুরে স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, এসব এলাকার অধিকাংশ খাল বিলের পানি দ্রুত নামতে শুরু করেছে। জলাবদ্ধতা নিরসণে সকল সুইস গেটের মুখও খুলে দেওয়া হয়েছে। এসব এলাকার তুলনামূলক উচু জমিতে কৃষক আমন চাষে ব্যস্ত হয়ে পড়েছে। আর খাল বিলের পানি নামতে থাকায় সেখানে দশীয় জাতের বিভিন্ন ছোট মাছ শিকারে মেতে উঠেছে বিভিন্ন শ্রেণি পেশার স্থানীয় মানুষ।
জাল দিয়ে নয়তো খোলসানসহ বিভিন্ন দেশীয় উপকরন বা ফাঁদ দিয়ে মাছ শিকার এখন উৎসবে পরিনত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ মোহনপুর সড়কের ভবানীগঞ্জ সুইস গেইটে কাছে জলাশয়ে দেখা যায় সৌখিন মাছ শিকারীরা তড়িয়া জাল দিয়ে ছোট মাছ শিকার করছে।
মাছ শিকারী আফজাল জানান, এখন সুইস গেট দিয়ে দ্রুত পানি নামতে শুরু করেছে। এসময় এখানে প্রচুর ছোট মাছের আনাগোনা। দুই থেকে তিন ঘন্টা এভাবে জাল দিয়ে মাছ ধরলে ৪ থেকে ৫ কেজি পুটি, ট্যাংরা, মলা, চেলা, চিংড়ি, গুচিসহ বিভিন্ন দেশীয় জাতের ছোট মাছ পাওয়া যাচ্ছে। স্থানীয় বাজারে এসব মাছ তিন থেকে চারশ টাকা কেজি দরে বিক্রি করছেন অনেকে। আবার লনেকে নিজে খাবার জন্য বাড়িতে নিয়ে যাচ্ছেন।
এসংক্রান্ত আরো সংবাদ : ফিচার
একজন সচেতন নাগরিক হিসেবে আপনার চার পাশে ঘটে যাওয়া সংবাদ উপযোগী যে কোন ঘটনার ছবি বা ভুক্তভোগী ও সম্পৃক্তদের মোবাইল নম্বর আমাদের পাঠাতে পারেন।
সম্পাদক : রাজু আহমেদ
বার্তাকক্ষ
এসোসিয়েশন ভবন
৬১০০, রাজশাহী, বাংলাদেশ।
rzuahd@gmail.com
call@ 01711027084