Banner-adv-3-november.jpg The Incident
× Warning! Check your Cooke | Total Visitor : 150884

রাজশাহী

Published :
25-08-2020 । 08:39:18pm

Total Reader: 259



রাজশাহীতে নিষিদ্ধ সংগঠনের এক সদস্যকে আটক করেছে র‌্যাব


স্টাফ রিপোর্টার : রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর একজন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব। সোমবার (২৫ আগস্ট) রাতে মহানগরীর বেলপুকুর থানাধীন মহিলা কলেজ সংলগ্ন রেলগেট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটকৃত ব্যাক্তির নাম গিয়াস উদ্দিন (২৮)। তিনি চট্টগ্রাম জেলার বাঁশখালি থানাধীন পশ্চিম নাকোড়া (রুস্তমকাটা) এলাকার মৃত ওবায়দুল হকের ছেলে। মঙ্গলবার বিকেলে র‌্যাব-৫ এর পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (২৪ আগস্ট) রাত ১১ টায় নগরীর বেলপুকুর থানাধীন মহিলা কলেজ সংলগ্ন রেলগেট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলাম এর সক্রিয় সদস্য গিয়াস উদ্দিনকে ২টি উগ্রবাদী বই ও ৬টি লিফলেট সহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও র‌্যাব জানায়।

এসংক্রান্ত আরো সংবাদ : জঙ্গি




একজন সচেতন নাগরিক হিসেবে আপনার চার পাশে ঘটে যাওয়া সংবাদ উপযোগী যে কোন ঘটনার ছবি বা ভুক্তভোগী ও সম্পৃক্তদের মোবাইল নম্বর আমাদের পাঠাতে পারেন।

সম্পাদক : রাজু আহমেদ

বার্তাকক্ষ
এসোসিয়েশন ভবন
৬১০০, রাজশাহী, বাংলাদেশ।
rzuahd@gmail.com
call@ 01711027084