Banner-adv-3-november.jpg The Incident
× Warning! Check your Cooke | Total Visitor : 142633

রাজনীতি

Published :
23-08-2020 । 07:53:31pm

Total Reader: 285



সুপার মার্কেটের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন ডাবলু সরকার


প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরী ১৬ নং ওয়ার্ডে বখতিয়ারাবাদ জামে মসজিদের সুপার মার্কেটের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার। রবিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১০টায় এক আনাড়ম্বরপূর্ণ অনুষ্টানের মাধ্যমে মার্কেটটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। ৩০ লক্ষ টাকা ব্যায়ে বখতিয়ারাবাদ জামে মসজিদের অর্থায়নে সত তলা বিশিষ্ট সুপার মার্কেটের কাজ শুরু করা হয়।

মার্কেটটির কাজের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সৈয়দ মনতাজ হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ১৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাজিব শেখ, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আক্কাস আলী, বখতিয়ারাবাদ জামে মসজিদ কমিটির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক নবীন আহম্মেদ, জামে মসজিদের পেশ ইমাম আবু বক্কর সিদ্দিক, সহ মহল্লার বিশিষ্ট মান্যগণ্য ব্যক্তিবর্গ আরো উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এসংক্রান্ত আরো সংবাদ : ডাবলু-সরকার




একজন সচেতন নাগরিক হিসেবে আপনার চার পাশে ঘটে যাওয়া সংবাদ উপযোগী যে কোন ঘটনার ছবি বা ভুক্তভোগী ও সম্পৃক্তদের মোবাইল নম্বর আমাদের পাঠাতে পারেন।

সম্পাদক : রাজু আহমেদ

বার্তাকক্ষ
এসোসিয়েশন ভবন
৬১০০, রাজশাহী, বাংলাদেশ।
rzuahd@gmail.com
call@ 01711027084