Banner-adv-3-november.jpg The Incident
× Warning! Check your Cooke | Total Visitor : 150865

রাজশাহী

Published :
18-08-2020 । 08:26:00pm

Total Reader: 241



রাজশাহীর চিড়িয়াখানায় আবারো হরিণের মৃত্যু


স্টাফ রিপোর্টার : রাজশাহীতে অবস্থিত শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় আবারো হরিণের মৃত্যুর ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি হরিণের মারামারির সময় একটি হরিণ আরেকটির পেটে শিং ঢুকিয়ে দিলে এই ঘটনা ঘটে।

শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাটি পরিচালনা করে রাজশাহী সিটি করপোরেশন। চিড়িয়াখানার কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে, মঙ্গলবার সকালে হরিণটিকে উন্মুক্ত খাঁচার মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন চিড়িয়াখানার কর্মচারীরা। পরে ওই চত্বরের ভেতরেই সেটিকে মাটিচাপা দেওয়া হয়। পরে খাঁচায় থাকা অন্যান্য হরিণগুলো মাটিচাপা দেওয়ার স্থানের চারপাশে নিশ্চুপ দাঁড়িয়ে থাকে।

চিড়িয়াখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর পাল প্রথম আলোকে বলেন, এখন হরিণের প্রজননকাল চলছে। এ সময় ওরা খুবই উত্তেজিত থাকে। একটি মাদি হরিণের সঙ্গে মেশার জন্য দুটি পুরুষ হরিণ নিজেদের মধ্যে মারামারি শুরু করে। একটি হরিণ আরেকটি পুরুষ হরিণের পেটের ভেতরে শিং ঢুকিয়ে দেয়। এতে রাতেই হরিণটি মারা গেছে। প্রতিবছরই এ রকম হয়। দু-একটা হরিণ মারা যায়। একই কথা বলেন, সিটি করপোরেশনের ভেটেরিনারি সার্জন ফরহাদ উদ্দিন।

সমর কুমার পাল জানান, গত এপ্রিলে কুকুরের হামলায় ৪টি হরিণ মারা গেছে। তার আগে চিড়িয়াখানায় ৭৬টি হরিণ ছিল। এপ্রিল মাসে ৪টি মারা যাওয়ার পরে ৭২টি ছিল। একটি মারা যাওয়ার পরে এখন আর ৭১টি হরিণ আছে।

এসংক্রান্ত আরো সংবাদ : Rajshahi_Zoo




একজন সচেতন নাগরিক হিসেবে আপনার চার পাশে ঘটে যাওয়া সংবাদ উপযোগী যে কোন ঘটনার ছবি বা ভুক্তভোগী ও সম্পৃক্তদের মোবাইল নম্বর আমাদের পাঠাতে পারেন।

সম্পাদক : রাজু আহমেদ

বার্তাকক্ষ
এসোসিয়েশন ভবন
৬১০০, রাজশাহী, বাংলাদেশ।
rzuahd@gmail.com
call@ 01711027084