Banner-adv-3-november.jpg
প্রযুক্তি
Published :
18-08-2020 । 04:16:52pm
Total Reader: 247
গ্লোবাল বিজনেস-টু-বিজনেস (বিটুবি) বাণিজ্যের শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম- আলিবাবা ডটকম, বাংলাদেশের ব্যবসায়ীদের পণ্য অনলাইনের মাধ্যমে বিশ্ববাজারে পৌঁছে দিতে শুরু করল একটি যুগান্তকারী উদ্যোগ। এই উদ্যোগটি করোনাকালীন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং এসএমইগুলোকে ডিজিটালাইজেশনের মাধ্যমে টিকে থাকতে এবং ঘুরে দাঁড়াতে সহায়তা করতে আলিবাবা গ্রুপের ২০২০ সালের স্প্রিং থান্ডার উদ্যোগের একটি বর্ধিত অংশ।
‘প্রজেক্ট স্প্রাউট আপ’ নামক এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে আলিবাবা ডটকম ব্যবহারকারীদের বৈশ্বিক বাজারে বিটুবি বাণিজ্যের সুযোগগুলোকে আরও সহজভাবে অ্যাকসেস করতে সহায়তা করবে। আলিবাবা ডটকমের অধীনে রয়েছে ১৯০টি দেশ ও ২ কোটিরও বেশি সক্রিয় ক্রেতা এবং দৈনিক গড়ে প্রায় ৩ লাখের বেশি পণ্য এই ওয়েবসাইটে সার্চ করা হয়, যেখানে রয়েছে ৩০টি ভিন্ন ক্যাটাগরির পণ্য। বর্তমানে আলিবাবা প্ল্যাটফর্মে বাংলাদেশভিত্তিক ব্যবসায় থেকে প্রায় ৪০,০০০ এরও বেশি পণ্য তালিকাভুক্ত রয়েছে, যার মধ্যে রয়েছে পোশাক, টেক্সটাইল, লাগেজ, ব্যাগ এবং চামড়ার মতো স্থানীয় শিল্প পণ্য।
প্রকল্পটি দেশের তিনটি প্রধান ক্ষেত্র জুড়ে এসএমই প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করবে- আলিবাবা প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত বিশ্বব্যাপী পৌঁছাতে, ব্যবসায়ের বিকাশে যেকোনো সমস্যার সহজ সমাধান অ্যাকসেস করতে এবং বিভিন্ন রকমের ট্রেইনিং দেওয়ার মাধ্যমে এসএমইদের অনলাইন সক্ষমতা আরও দৃঢ় করতে সহায়তা করবে।
এ প্রসঙ্গে আলিবাবা ডটকমের ম্যানেজিং ডিরেক্টর ঝাং কুও বলেছেন, ‘খুচরা বিক্রেতাদের বিপরীতে যারা বিগত কয়েক বছরে আরও স্বতঃস্ফূর্তভাবে ই-বাণিজ্য গ্রহণ করেছেন তারা এই ক্ষেত্রের সম্ভাবনা আরো ভালো করে বুঝতে পারেন। বাংলাদেশ পোশাক রপ্তানির ক্ষেত্রে ইতিমধ্যেই স্বীকৃত এবং গ্লোবাল বিটুবি বাণিজ্যের মাধ্যমে তাদের ব্যবসাকে আরও ত্বরাণ্বিত করতে পারে। ই-কমার্স ভিত্তিক একটি টেকসই ব্যবসায়িক মডেল প্রদান করতে আমরা সক্ষম এবং একই সঙ্গে এসএমইগুলোকে পুনরুজ্জিবিত করতেও দক্ষ।’
অনলাইন বিটুবি বাণিজ্য কার্যক্রম ত্বরান্বিত করতে ও প্রবেশকালীন প্রতিবন্ধকতা হ্রাস করতে এসএমইদের জন্য ৩০ সেপ্টেম্বর, ২০২০ এর আগে সাপ্লায়ার সদস্য হিসেবে যোগদানের জন্য বিশেষ ছাড় প্রদান করবে আলিবাবা। বাংলাদেশভিত্তিক ব্যবসাগুলো আলিবাবা ডটকমে নতুন ৯০ দিনের অন-বোর্ডিং প্রক্রিয়া থেকে উপকৃত হবে, যার লক্ষ্য ক্রেতা বৃদ্ধি করা এবং এই সময়ের মধ্যে নতুন সাপ্লায়ারদের জন্য অতিরিক্ত ব্যবসায়িক আয়ের সুযোগ তৈরি করা।
অনলাইনে ব্যবসার এই পদক্ষেপকে আরও সমর্থন করতে আলিবাবা পেশাদার তৃতীয় পক্ষের অংশীদারদের তালিকাভুক্ত করবে এবং নতুন যোগদানকারী সরবরাহকারীদের গ্রাউন্ড আপ থেকে একটি অনলাইন স্টোর তৈরি করতে, পণ্যের তালিকা তৈরি করতে এবং কিওয়ার্ড অ্যাডভারটাইজিং পরিচালনা করতে সহায়তা করবে। এই প্যাকেজগুলো অংশগ্রহণকারী এসএমইদের জন্য সৌজন্যমূলক হিসেবে থাকবে, যার ব্যয়ভার বহন করবে আলিবাবা ডটকম।
স্মার্ট কিওয়ার্ড অ্যাডভারটাইজিং টুলটি এআই অ্যালগরিদমের সাহায্যে সাপ্লায়ারদের কমান্ড-এর মাধ্যমে তাদের পণ্যগুলো বাজারজাত করতে সহায়তা করবে। বাজারে পণ্যের চাহিদা বোঝা ছাড়াও এই স্মার্ট মার্কেটিং সলিউশন টুলটি নতুন গ্রাহকদের ট্র্যাফিক অর্জনের জন্য কি-ওয়ার্ডের মাধ্যেম স্বয়ংক্রিয়ভাবে আইন অনুযায়ী পণ্যের দাম নির্ণয় করবে এবং আলিবাবা প্ল্যাটফর্মে নতুন ব্যবসায়ের জন্য একটি বেসিক ইন্টারফেসের মাধ্যমে তাদের ব্যবসায়ের কৌশলগুলো নিখুঁত করে তুলবে।
এছাড়াও, বাংলাদেশের সরবরাহকারী সদস্যদের কর্মক্ষমতা জোরদার করার জন্য নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি এবং কর্মশালার ব্যবস্থা করবে আলিবাবা। যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে অনলাইন ব্যবসায়ের মূল বিষয়গুলো, অনলাইন ক্রেতার আচরণ, ব্যবসায়ের আলোচনা, গ্রাহক সমর্থন এবং আনুষঙ্গিক আরও অনেক বিষয়।
প্রজেক্ট স্প্রাউট আপ সম্পর্কে আরও জানতে আগ্রহী এসএমইরা সার্ভে ফর্ম পূরণের জন্য এখানে ক্লিক করতে পারেন। এরপর আলিবাবা ডটকমের একজন প্রতিনিধি যোগাযোগ করবেন। এছাড়া আলিবাবা ডটকমের স্থানীয় চ্যানেল পার্টনার দারাজ বাংলাদেশ লিমিটেড বা ট্রাদেশি লিমিটেডের সঙ্গে যোগাযোগ করা যাবে।
একজন সচেতন নাগরিক হিসেবে আপনার চার পাশে ঘটে যাওয়া সংবাদ উপযোগী যে কোন ঘটনার ছবি বা ভুক্তভোগী ও সম্পৃক্তদের মোবাইল নম্বর আমাদের পাঠাতে পারেন।
সম্পাদক : রাজু আহমেদ
বার্তাকক্ষ
এসোসিয়েশন ভবন
৬১০০, রাজশাহী, বাংলাদেশ।
rzuahd@gmail.com
call@ 01711027084